• হোম > আন্তর্জাতিক > বুল্লিবাই এর নির্মাতা গ্রেপ্তার

বুল্লিবাই এর নির্মাতা গ্রেপ্তার

  • শনিবার, ৮ জানুয়ারী ২০২২, ০৯:৫৯
  • ৪২০

 ‘বুল্লিবাই’এর নির্মাতা গ্রেপ্তার

ভারতে বিতর্কিত অ্যাপ ‘বুল্লিবাই’–এর নির্মাতা নিরাজ বিষ্ণোইকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার আসামের জোরহাত জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কৃতকর্মের জন্য নিরাজ মোটেও অনুতপ্ত নন। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, তার কাছে যা সঠিক মনে হয়েছে, সেটিই তিনি করেছেন। আজ শুক্রবার একাধিক সূত্রদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

নিরাজ বিষ্ণোইকে ভোপালের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিটেক (ব্যাচেলর অব টেকনোলজি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার ‘বুল্লিবাই’ অ্যাপের মাধ্যমে নিলামে বিক্রির জন্য ভারতের শতাধিক মুসলিম নারীর ছবি আপলোড করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা এনডিটিভিকে জানিয়েছেন, তারা নিরাজের কাছ থেকে অ্যাপটি নির্মাণে ব্যবহার করা ডিভাইসটি উদ্ধার করেছেন।

এনডিটিভির খবরে বলা হয়, টুইটারে বুল্লিবাই নামের একটি অ্যাকাউন্টের ওপর নজরদারি করা হচ্ছিল। ওই অ্যাকাউন্টটি চালাতেন নিরাজ। নজরদারির একপর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। অ্যাপটি এখন বন্ধ আছে। গতকালই তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত নিরাজকে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দেন।

‘বুল্লিবাই’ অ্যাপটি মাইক্রোসফটের সফটওয়্যার শেয়ার করার প্ল্যাটফর্ম গিটহাবে অ্যাপটি রাখা ছিল। অভিযোগ ওঠার পর অ্যাপটি গিটহাব প্রাথমিক পর্যায়ে বন্ধ করে দেয়। এরপর এটি মুছে ফেলা হয়েছে।

নিরাজকে নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে মায়াঙ্ক রাওয়াল, শ্বেতা সিং ও বিশাল কুমার ঝা নামে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115874 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 02:47:09 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group