• হোম > ঢাকা | বাংলাদেশ > গুলিস্তানে বাসচাপায় প্রাণ গেল ২ পথচারীর

গুলিস্তানে বাসচাপায় প্রাণ গেল ২ পথচারীর

  • শনিবার, ৮ জানুয়ারী ২০২২, ১১:১৬
  • ৪৬৩

 গুলিস্তানে বাসচাপায় প্রাণ গেল ২ পথচারীর

রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ট্রাফিক মতিঝিল বিভাগের মতিঝিল এলাকার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান ফ্লাইওভারের আগে টোল প্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, দ্রুতগামী বাসটি পথচারীদের দেখেও গতি কমায়নি, চাপা দেয়। এতে দুজন পথচারী ঘটনাস্থলেই নিহত ও দুজন আহত হন।

এ ঘটনায় মেঘলা পরিবহনের বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115884 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 09:57:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group