• হোম > আন্তর্জাতিক > মুসলিম নারীদের ‘নিলামে তোলা’ অ্যাপ নির্মাতার আত্মহত্যার চেষ্টা

মুসলিম নারীদের ‘নিলামে তোলা’ অ্যাপ নির্মাতার আত্মহত্যার চেষ্টা

  • রবিবার, ৯ জানুয়ারী ২০২২, ১৭:৪৫
  • ৪৩৯

 সংগৃহীত ছবি

মুসলিম নারীদের ছবি দিয়ে তাদের ‘বিক্রি’ করা হচ্ছে, এমন বিজ্ঞাপন দেয়া ‘বুল্লি বাই’ অ্যাপের নির্মাতা নীরজ বিষ্ণই আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন (আইএফএসও) স্পেশাল সেলের ডিসিপি কেপিএস মালহোত্রা এ তথ্য জানান। খবর এনডিটিভির।

এর আগে, ভারতের আসাম থেকে নীরাজকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। যদিও ওই নির্মাতা গ্রেফতারের পর কোনো ভুল করেননি বলে নিজের পক্ষে সাফাই গেয়েছেন পুলিশের কাছে। বর্তমাতে তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এর মধ্যে ২১ বছর বয়সী নীরজ আত্মহত্যা করার হুমকি দিয়ে দু’বার নিজের ক্ষতি করার চেষ্টা করেছেন।

জানা গেছে, বুল্লি বাই অ্যাপটি বানিয়েছেন নীরাজ বিষ্ণোই। তাকে আইএফএসওর একটি দল আসাম থেকে গ্রেফতার করেছে। তিনি গিটহাবের বুল্লি বাই অ্যাপের মূলহোতা ও নির্মাতা এবং অ্যাপটির প্রধান অ্যাকাউন্টধারী। জানা যায়, বিষ্ণোই ভোপালের একটি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
উল্লেখ্য, বুল্লি বাই নামে এই অ্যাপটি একটি ওপেন সোর্স অ্যাপ, যা গিটহাব নামে একটি ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে অপারেট করত। পরে মুসলিম নারীদের নিলাম করার ঘটনায় মামলা হওয়ার পর গিটহাব কর্তৃপক্ষ এর কন্টেন্ট সরিয়ে ফেলে। এর আগে, অ্যাপটির মাধ্যমে ১০০ জনের বেশি মুসলমান নারীর ছবি আপলোড দিয়ে তাদের ‘বিক্রি’ করা হচ্ছে, এমন বিজ্ঞাপন দেয়ার পর দেশটির দুইটি রাজ্যের পুলিশ ওই অ্যাপের নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সূত্রঃ বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115937 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 07:27:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group