• হোম > জাতীয় > রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ ১৭ জানুয়ারি

রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ ১৭ জানুয়ারি

  • রবিবার, ৯ জানুয়ারী ২০২২, ১৮:১০
  • ৪৩৬

 ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে বসছেন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। আগামী ১৭ জানুয়ারি (সোমবার) বিকেল ৪টায় সংলাপ শুরু হবার কথা রয়েছে।

রোববার রাষ্ট্রপতির রাষ্ট্রীয় বাসভবন বঙ্গভবনের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

বর্তমান ইসি কমিটির মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। ফলে নতুন কমিশন গঠন করতে রাষ্ট্রপতি গত ২০ ডিসেম্বর থেকে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ শুরু করেছেন। এখন পর্যন্ত ৩২টি দলকে আমন্ত্রণ জানিয়েছে বঙ্গভবন।

গেল ২ বার সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগ দেন রাষ্ট্রপতি। তবে আগের সংলাপগুলোতে অংশ নেওয়া বিএনপি এবার রাষ্ট্রপতির উদ্যোগে সাড়া দেয়নি। আরও কয়েকটি দল সংলাপে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে।

সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে নিয়োগে আইন প্রণয়ন না হওয়ায় বিকল্প হিসেবে সার্চ কমিটি গঠন করে নিয়োগ দিচ্ছেন রাষ্ট্রপতি। সেই ইসির পরিচালনায় আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115957 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 06:54:32 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group