• হোম > আন্তর্জাতিক > প্রতিশোধ নিতে ২০০ জনকে হত্যা

প্রতিশোধ নিতে ২০০ জনকে হত্যা

  • মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২, ১০:৩৬
  • ৪২৭

 প্রতিশোধ নিতে ২০০ জনকে হত্যা

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অন্তত ২০০ গ্রামবাসীকে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা। সম্প্রতি জামফারা রাজ্যে জঙ্গিদের আস্তানায় সামরিক বাহিনীর বিমান হামলার জবাবে এই প্রতিশোধ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। শনিবার গণদাফনের আয়োজনের পর গ্রামবাসীরা ফিরে আসেন। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, হামলায় নিহত হয়েছেন অন্তত ৫৮ জন।

উম্মারু মাকেরি সেখানকার এক বাসিন্দা। বন্দুকধারী দস্যুদের হামলায় তার স্ত্রীসহ তিন সন্তান নিহত হন। তিনি বলেন, এখন পর্যন্ত ১৫৪ জন মানুষকে দাফন করা হয়েছে। তবে অনেক অন্যরা বলছেন, সব মিলিয়ে প্রায় ২০০ জনকে হত্যা করেছে হামলাকারীরা।

বলরবে আলহাজী স্থানীয় কমিউনিটর নেতা। দস্যুদের তাণ্ডবে তার বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, হামলায় নিহত ১৪৩ জনকে দাফন করেছি।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, কেউকে দেখা মাত্রই গুলি করেছে হামলাকারীরা। ১০টি গ্রামে তাণ্ডব চালিয়েছে অজ্ঞাত হামলাকারীরা। এখনও অনেকে নিখোঁজ। তাদের সন্ধান চালানো হচ্ছে। নিহতদের অনেকের পরিচয় জানা সম্ভব হয়নি।

এদিকে সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গত সোমবার জামফারা রাজ্যের গুসামি বনে জঙ্গিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। এতে দুই নেতাসহ শতাধিক জঙ্গি নিহত হন।

নাইজেরিয়ায় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা দিনদিন বেড়েই চলছে। প্রায় সময় অপহরণ, গুম, হত্যার মতো ঘটনা ঘটিয়ে আসছে। এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মুলে দীর্ঘ দিন ধরে অভিযান চালিয়ে আসছে নিরাপত্তা বাহিনী।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115988 ,   Print Date & Time: Sunday, 6 July 2025, 09:06:35 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group