• হোম > > দুই মাসের মধ্যে ওমিক্রনে আক্রান্ত হবে অর্ধেক ইউরোপ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দুই মাসের মধ্যে ওমিক্রনে আক্রান্ত হবে অর্ধেক ইউরোপ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • বুধবার, ১২ জানুয়ারী ২০২২, ১০:২১
  • ৪৮৭

দুই মাসের মধ্যে ওমিক্রনে আক্রান্ত হবে অর্ধেক ইউরোপ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে অর্ধেক ইউরোপ করোনাভাইরাসের অতি-সংক্রামক রূপ ওমিক্রনে আক্রান্ত হবে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক পরিচালক ড. হান্স ক্লুজ বলেছেন, ইউরোপের পশ্চিম থেকে পূর্ব দিকে ওমিক্রনের একটি ঢেউ বয়ে যাচ্ছে। সেটা ডেল্টা ভ্যারিয়েন্টকেও ছাড়িয়ে গেছে।

২০২২ সালের প্রথম সপ্তাহেই ইউরোপে ৭০ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে। এর ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পূর্বাভাস দিয়েছে।
দুই সপ্তাহের মধ্যেই ওমিক্রন সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে।

“বর্তমানে অমিক্রন সংক্রমণের একটি ঢেউ পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে যাচ্ছে। যেসব দেশ ২০২১ সালের শেষ দিকে ডেল্টার বিস্তার ঠেকাতে কাজ করছিল, সেসব দেশেও এটি ডেল্টা ভ্যারিয়েন্টকে ছাড়িয়ে যাচ্ছে,” বলেছেন ক্লুজ।

জাতিসংঘের তথ্যানুযায়ী, বর্তমানে বিশ্বের ১২৮টি দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে। সূত্র: বিবিসি

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/115998 ,   Print Date & Time: Sunday, 2 November 2025, 03:54:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group