• হোম > আন্তর্জাতিক > ভারতে রেকর্ড ১ লাখ ৯৪ হাজার করোনায় আক্রান্ত

ভারতে রেকর্ড ১ লাখ ৯৪ হাজার করোনায় আক্রান্ত

  • বুধবার, ১২ জানুয়ারী ২০২২, ১১:৩৯
  • ৪৭৫

ফাইল ছবি

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৪ হাজার ৭২০ জন। এ সময়ে দেশটিতে মারা গেছেন ৪৪২ জন।

বুধবার সকালে এ তথ্য জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫১০ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৬৫৫ জনের।
মঙ্গলবার ভারতে করোনায় আক্রান্ত হয়েছিল ১ লাখ ৬৮ হাজার। বুধবারে আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় ১৫.৮ শতাংশ বেশি। প্রতিদিন প্রতি ১০০টি করোনা পরীক্ষায় রোগী শনাক্ত হচ্ছে ১১.৫ শতাংশ।

ভারতে এখন পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৬৮ জন।

সূত্রঃ বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116019 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 12:56:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group