• হোম > বিএনপি | রাজনীতি > আন্তর্জাতিক মহলকে নির্বাচন পর্যবেক্ষণের আহ্বান তৈমূরের

আন্তর্জাতিক মহলকে নির্বাচন পর্যবেক্ষণের আহ্বান তৈমূরের

  • বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২, ১৪:৩৫
  • ৪৫১

 সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে পুলিশের কার্যক্রমের কারণে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার। আজ বৃহস্পতিবার সকালে নগরীর ১১ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচার প্রচারনায় নেমে তিনি এমন মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, জনগণ ভীত না। আমার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। আন্তর্জাতিক দূতাবাসের যারা আছেন পাশাপাশি মানবাধিকার কর্মী যারা আছেন সকলকে আমি বলবো নির্বাচন পর্যবেক্ষণ করতে। যে কেন আমাদের বাড়ি বাড়ি পুলিশ যাচ্ছে।

তিনি বলেন, আমার দলের নেতাকর্মীরা তো নৌকায় ভোট দিবে না। সরকারি দলের নেতাকর্মীদের কমিটি ভেঙে দিচ্ছে। কারণ তারা নৌকার পক্ষে কাজ করছে না।
তিনি আরও বলেন, কাউকে ধমক দিয়ে গালি দিয়ে তো কাজ করানো যায় না। নারায়ণগঞ্জের জনগণের কাছে মেসেজটা ক্লিয়ার যে তাদের মাঝে বিরাট ফাটল। ঢাকা থেকে মেহমানরা এসেও এই ফাটল মেটাতে পারেনি। হাতি এখন জনগণের মার্কা। হাতির মাধ্যমেই পরিবর্তন আসবে।

সূত্রঃ বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116081 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 03:26:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group