• হোম > ঢাকা | বাংলাদেশ > নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ৩

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ৩

  • বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২, ১৬:০০
  • ৪৭০

সংগৃহীত ছবিনারায়ণগঞ্জে আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার ইলুমদি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মফিজুল, জমিরুল ও নবী। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ভোরে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতিকালে তাদেরকে আটক করে পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত এক জনকে হাসপাতালে নেয়ার পথে এবং অপর দুইজন ঘটনাস্থলেই নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান।

তিনি বলেন, আজ ভোরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। তারা সবাই লেগুনার চালক ছিলেন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

ওই এলাকার এক মুদিদোকানি বলেন, ‘ভোরে গার্মেন্টসশ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতির অভিযোগে তাদের গণপিটুনি দেয়া হয়েছে বলে শুনেছি।’

সূত্রঃ বাংলাদেশ জার্নাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116097 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 12:27:26 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group