• হোম > যুবাদের চাকুরী > ৪৩তম বিসিএসের ফল প্রকাশ আগামী সপ্তাহে

৪৩তম বিসিএসের ফল প্রকাশ আগামী সপ্তাহে

  • বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২, ১৬:১০
  • ২০৭৫

 ফাইল ছবি

গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়া ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ‘দ্রুত সময়ে মধ্যে ৪৩তম বিসিএসের ফল দেয়ার চেষ্টা চলছে।’

এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন।

এর আগে কয়েক দফায় এ বিসিএসের আবেদনের সময় বাড়ানো হয়েছিল। ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ার কারণে তিন দফায় ৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়িয়েছিল পিএসসি।

সুত্রঃ বাংলাদেশ জার্নাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116106 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 02:26:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group