• হোম > আন্তর্জাতিক > পাইলটের ভুলে বিধ্বস্ত হয় বিপিন রাওয়াতের হেলিকপ্টার

পাইলটের ভুলে বিধ্বস্ত হয় বিপিন রাওয়াতের হেলিকপ্টার

  • শনিবার, ১৫ জানুয়ারী ২০২২, ০৯:৫৩
  • ৩৭৭

পাইলটের ভুলে বিধ্বস্ত হয় বিপিন রাওয়াতের হেলিকপ্টার

ভারতীয় বিমান বাহিনী দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে বহনকারী সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, উপত্যকায় অপ্রত্যাশিতভাবে আবহাওয়ার পরিবর্তনে মেঘের মধ্যে হেলিকপ্টার ঢুকে যেতেই দুর্ঘটনা ঘটেছে। পাইলটের বিভ্রান্তিবোধ তথা ‘স্প্যাটিয়াল ডিসওরিয়েন্টেশন’র জন্যই এ দুর্ঘটনা ঘটেছে।

এর আগে গত বছরের ৮ ডিসেম্বর দেশটির তামিলনাড়ু রাজ্যে ভয়াবহ সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াতসহ মোট ১৪ জনের প্রাণহানি ঘটে।

ভয়াবহ এ বিমান দুর্ঘটনার এক মাসেরও বেশি সময় পর ভারতীয় বিমান বাহিনীর গঠিত তদন্ত কমিটি ‘কোর্ট অফ এনকয়ারি’ প্রতিবেদনে জানিয়েছে, পাহাড়ি এলাকার আচমকা খারাপ আবহাওয়া ও ঘন মেঘের মধ্যে হেলিকপ্টারটি ঢুকে পড়াতেই বিপত্তি ঘটে। এতে সাময়িকভাবে বিভ্রান্ত হন পাইলট। ভুলবশত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। উড়ানের পরিভাষায় যাকে বলা হয় কন্ট্রোল্ড ফ্লাইট ইনটু দ্য টেরেন।
রিপোর্টে দুর্ঘটনাকবলিত বিমানটির ডাটা রেকর্ডার, ভয়েস রেকর্ডার ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের পর হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ও পাইলটের সাময়িক ভুলকেই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে। সূত্র : হিন্দুস্তান টাইমস

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116224 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 08:18:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group