• হোম > খেলা | ফুটবল > করোনার প্রভাব কতটা ভয়াবহ ইঙ্গিত দিলেন মেসি

করোনার প্রভাব কতটা ভয়াবহ ইঙ্গিত দিলেন মেসি

  • শনিবার, ১৫ জানুয়ারী ২০২২, ১০:০১
  • ৪৮৮

লিওনেল মেসি

ইংরেজি নতুন বছরের শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। প্রায় সপ্তাহখানেক ভোগার পর এই ভাইরাস থেকে মুক্তি মেলে এই আর্জেন্টাইন সুপারস্টারের। তবে করোনার প্রভাব যে কতটা ভয়াবহ সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মেসি।

মেসি জানান, “করোনার প্রভাব এতটা ভয়াবহ তা তিনি বুঝতে পারেননি। এখনও প্রাণঘাতী এই ভাইরাসের ধকল কাটেনি শরীর থেকে। পুরোপুরি সেরে উঠতে যা ভেবেছিলাম তার চেয়ে একটু বেশিই সময় নিচ্ছে করোনা।”

তবে তিনি খুব শিগগিরই মাঠে ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
এ ব্যাপারে ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, “আপনারা জানেন আমি করোনায় আক্রান্ত হই। ওই সময় আমি যাদের কাছ থেকে বার্তা পেয়েছিলাম তাদের ধন্যবাদ জানাই। আমি যতটা দ্রুত সেরে ওঠব ভেবেছিলাম, সেরে ওঠতে এর চেয়ে বেশি সময় লেগেছে।”

মেসি আরও লেখেন, “তবে এখন আমি ঠিক আছি। প্রায় সেরে ওঠেছি। আমি দ্রুত মাঠে নামার অপেক্ষায় আছি। শতভাগ দেওয়ার জন্য অনুশীলন করছি। এ বছর আরও চ্যালেঞ্জ আসছে। আমি আশা করি আবার নিজেদের মধ্যে দেখা হবে।” সূত্র: ডেইলি মেইল, মার্কা

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116236 ,   Print Date & Time: Friday, 19 December 2025, 10:10:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group