• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > বঙ্গোপসাগরে জেলে সেজে ডাকাতি, আটক ৬

বঙ্গোপসাগরে জেলে সেজে ডাকাতি, আটক ৬

  • শনিবার, ১৫ জানুয়ারী ২০২২, ১০:৩০
  • ৪৫৮

 সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে জেলে সেজে ডাকাতির সময়ে ধাওয়া করে চিহ্নিত ৬ ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় ৩টি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিও উদ্ধার করে র‌্যাব।

শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেল থেকে তাদের ধাওয়া করে আটক করে র‌্যাব। কক্সবাজারস্থ র‍্যাব ১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চকরিয়া থেকে জলদস্যুরা এসে অবস্থান নেয় মহেশখালী উপকূলে। তারপর জেলে সেজে দস্যুতার জন্য ট্রলার নিয়ে নেমে পড়ে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে। পরে খবর পেয়ে স্পীড বোট নিয়ে অভিযানে নামে র‍্যাব। দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা পর অভিযানে চালিয়ে ধাওয়া করে আটক করা হয় চিহ্নিত ৬ দস্যুকে।
আটক দস্যুদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পেয়েছে র‍্যাব। এছাড়াও সাগরে কারা কারা জলদস্যুতা করছে এমন গ্রুপেরও তথ্য র‍্যাবের কাছে রয়েছে। ফলে সাগরে এসব জলদস্যুদের গ্রুপকে আইনের আওতায় আনতে জলে ও স্থলে অভিযান চলমান থাকবে।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116260 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 11:28:46 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group