• হোম > খেলা | ফুটবল > বিপিএল মাতাতে মুখিয়ে আছেন ডু প্লেসিস

বিপিএল মাতাতে মুখিয়ে আছেন ডু প্লেসিস

  • শনিবার, ১৫ জানুয়ারী ২০২২, ১০:৪৫
  • ৪৬৩

ডু প্লেসিস

আগামী ২১ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। তার আগে দল গোছানোর কাজ শেষ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সরাসরি সাইনিংয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

কুমিল্লার হয়ে মাঠে নামার আগে একটি ভিডিও বার্তা দিয়েছেন ডু প্লেসিস। যেখানে প্রথমবার বিপিএল খেলতে নামার জন্য মুখিয়ে আছে বলে জানান তিনি।

সেই ভিডিও বার্তায় ফাফ বলেন, ‘আমি ফাফ ডু প্লেসিস বলছি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বিপিএলে যোগ দিতে আমি মুখিয়ে আছি। এবারই প্রথমবার বিপিএলে খেলব। আমি আমাদের সফল ও শক্তিশালী দলের সাথে যোগ দিতে উদগ্রীব। শিগগিরই দেখা হবে। আশা করছি দারুণ এক টুর্নামেন্ট কাটবে।’
উল্লেখ্য, বিপিএলে এর আগে ৭টি আসরে শেষ হলেও কোনবারই এই টুর্নামেন্টে খেলেননি ডু প্লেসিস। এবার প্রথমবারের মতো বিপিএল খেলতে বাংলাদেশে আসবেন তিনি। কুমিল্লায় ফাফের সঙ্গী হিসেবে পাচ্ছেন মুস্তাফিজুর রহমান, মঈন আলী, সুনীল নারিন, ক্যামেরুন ডেলপোর্টের মতো ক্রিকেটারদের।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116270 ,   Print Date & Time: Tuesday, 21 October 2025, 02:32:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group