• হোম > আন্তর্জাতিক > করোনায় আক্রান্ত সুইডেনের প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্ত সুইডেনের প্রধানমন্ত্রী

  • শনিবার, ১৫ জানুয়ারী ২০২২, ১০:৫৭
  • ৪৭৭

সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন (ফাইল ছবি)

করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর সুইডেনে চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ নিয়ে দেশটিতে নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে।

এরইমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন। শুক্রবার তার মুখপাত্র এই তথ্য জানিয়েছে। চলতি সপ্তাহে এক বৈঠকের পর সুইডিশ এই প্রধানমন্ত্রীর করোনা পজিটিভ হওয়ার খবর এলো।

এ ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী প্রেস সচিব জোহান একস্ট্রম বলেন, র‍্যাপড টেস্টে প্রধানমন্ত্রীর করোনা পজিটিভ এসেছে। তিনি এখন চলমান বিধিনিষেধ মেনে চলছেন এবং বাসা থেকে কাজ করবেন।
একস্ট্রম বলেন, সামগ্রিক পরিস্থিতির বিবেচনায় অ্যান্ডারসন সুস্থবোধ করছেন।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116280 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 01:43:59 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group