• হোম > বাংলাদেশ | রংপুর > হিলিতে ভিওআইপি ব্যবসা করার অপরাধে আটক-১

হিলিতে ভিওআইপি ব্যবসা করার অপরাধে আটক-১

  • শনিবার, ১৫ জানুয়ারী ২০২২, ১১:৩৭
  • ৫০০

সংগৃহীত ছবি
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ০২টি কলো রংয়ের ৫১২ পোটের সিম বক্স, একটি কালো রংয়ের উটঅখ ইঅঘউ জঊচঊঅঞঊজ,একটি সাদা রংয়ের প্লাস্টিকের এন্টিনার, দুইটি এন্টিনাযুক্ত সাদা রংয়ের ঞচ-খওঘক রাউটার, ভারতীয় মোবাইল অপারেটর ইঝঘখ এর ৬০টি মোবাইল সিম,ভারতীয় মোবাইল অপারেটর ঠঙউঅঋঙঘঊ এর ০৫টি মোবাইল সিম উদ্ধার করা হয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে হাকিমপুর উত্তর বাসুদেবপুর বাংলাহিলি মো: রেজাউল করিম এর বাড়ীর ৩ য় তলায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এসময় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চির্কা গ্রামের মো: আরমাদ মিজি এর ছেলে মোঃ রুবেল হোসেন (৩৩) নামের এক জনকে আটক করা হয়েছে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম বলেন, অবৈধ ভাবে মোবাইল সিম সংগ্রহ করে সরকারী চার্জ ফাঁকি দিয়ে ভি ও আইপি ব্যবসা পরিচালনা করার অপরাধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ (সংশোধনী ২০১০) এর ৭৩/৭৪ ধারায় হাকিমপুর থানায় মামলা নং-১১।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116290 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 09:19:01 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group