• হোম > জাতীয় > নাসিক নির্বাচন: কোনো বহিরাগত নারায়ণগঞ্জে প্রবেশ করতে পারবে না

নাসিক নির্বাচন: কোনো বহিরাগত নারায়ণগঞ্জে প্রবেশ করতে পারবে না

  • শনিবার, ১৫ জানুয়ারী ২০২২, ১২:৫৭
  • ৪২৮

 নাসিক নির্বাচন: কোনো বহিরাগত নারায়ণগঞ্জে প্রবেশ করতে পারবে না

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম জানিয়েছেন, নাসিক নির্বাচনের দিন রবিবার (১৬ জানুয়ারি) কোনো বহিরাগত শহরে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন। আজ শনিবার সকালে নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসপি জায়েদুল আলম বলেন, নির্বাচনের দিন কোনো বহিরাগতকে নারায়ণগঞ্জে প্রবেশ করতে দেব না। ভোটের দিন নারায়ণগঞ্জ মহানগরে আমরা জাতীয় পরিচয়পত্র দেখে সবাইকে চলাচল করতে দেব। যারা কাল শহরে বের হবেন, আপনারা পরিচয়পত্র নিয়ে বের হবেন। কোনো অপ্রীতিকর ঘটনায় আমরা ছাড় দেব না।

তিনি আরও বলেন, সবার প্রতি আহ্বান, কেউ যেন নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা না করে। কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তাদের কঠোরভাবে দমন করা হবে। আমরা কঠোর অবস্থানে আছি, কঠোর অবস্থানেই থাকব। মা-বোনেরাসহ যারা আছেন, আপনারা সকলে ভোটকেন্দ্রে আসবেন। কেউ বাধা দিলে আমরা কঠোর ব্যবস্থা নেব।

সূত্রঃ বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116307 ,   Print Date & Time: Thursday, 23 October 2025, 08:39:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group