• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > ফেনীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণে হারিয়ে দুই ভাই নিহত

ফেনীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণে হারিয়ে দুই ভাই নিহত

  • শনিবার, ১৫ জানুয়ারী ২০২২, ১৬:১১
  • ৪৩৭

সংগৃহীত ছবি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুইভাই নিহত হয়েছেন। এসময় চালকসহ আহত হয়েছে আরও দু’জন।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ জাকির হোসেন জানান, দুপুর ১২টা ১০ মিনিটে বিসিকের কুইন্স নার্সিং হাসপাতালের সামনে ঢাকা থেকে চট্রগ্রামগামী ওই প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তুষার (৪০) ও বিপ্লবকে (৩২) মৃত ঘোষণা করেন।

আহত চালক সাজ্জাদ ও প্রণবকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা চট্রগ্রামের মিরসরাইয়ের বাংলাবাজারের মাঝিবাড়ির দিনেশের ছেলে।

জানা গেছে, তুষার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116344 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 02:58:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group