• হোম > বাংলাদেশ | ময়মনসিংহ > রবিবার থেকে ঢাকামুখী বৃহত্তর ময়মনসিংহের গণপরিবহন বন্ধ ঘোষণা

রবিবার থেকে ঢাকামুখী বৃহত্তর ময়মনসিংহের গণপরিবহন বন্ধ ঘোষণা

  • শনিবার, ১৫ জানুয়ারী ২০২২, ১৯:৩৪
  • ৬৩৮

 ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বিজিবির টহল শুরু হয়েছে। শনিবার সকাল থেকে নারায়ণগঞ্জ মহানগরের সড়কগুলোতে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়।

আগামীকাল রবিবার নাসিক নির্বাচনের ভোটগ্রহণ হবে। এ উপলক্ষে সিটি করপোরেশন এলাকায় বিজিবির ১৪ প্লাটুন সদস্য নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

এর আগে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, ভোটকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে। নির্বাচনে পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবিসহ পাঁচ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।’
সূত্রঃ বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116372 ,   Print Date & Time: Wednesday, 17 December 2025, 07:24:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group