• হোম > জাতীয় > শিগগিরই ‘১৬১২২’ নম্বরে ফোন করে নামজারির আবেদন

শিগগিরই ‘১৬১২২’ নম্বরে ফোন করে নামজারির আবেদন

  • রবিবার, ১৬ জানুয়ারী ২০২২, ০৮:৫০
  • ৪০৫

 শিগগিরই ‘১৬১২২’ নম্বরে ফোন করে নামজারির আবেদন

খতিয়ান (পর্চা) ও জমির ম্যাপের আবেদন এবং ভূমি উন্নয়ন কর দেওয়ার সুবিধার মতো শিগগিরই ‘১৬১২২’ নম্বরে ফোন করে নামজারির আবেদন করা যাবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান।

আজ শনিবার তেজগাঁওয়ের এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘ভূমি ব্যবস্থাপনায় জনঅংশগ্রহণ ও সুশাসন’ শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি মন্ত্রণালয় পরিদর্শনের সময় ৩১টি দিকনির্দেশনা দিয়েছিলেন। ভূমিমন্ত্রী সাইফুজামান চৌধুরীর নেতৃত্বে মন্ত্রণালয় আজ তা বাস্তবায়ন করছে।’
‘বাংলাদেশের একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের সুবিধার্থে ১৬১২২ নম্বরে ফোন করে খতিয়ান (পর্চা) ও জমির ম্যাপের আবেদন এবং ভূমি উন্নয়ন কর প্রদানের সুবিধার মতো নামজারির আবেদনের সুযোগও তৈরি করা হচ্ছে। এতে ডিজিটাল ভূমিসেবা গ্রহণে স্মার্টফোন কিংবা ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজন নেই। এছাড়া জমির যেসব দলিলাদি এরই মধ্যে সরকারি অফিসে আছে এ পদ্ধতিতে তাও আলাদা করে আর জমা দিতে হবে না। এতে নামজারি করা আরও সহজ হবে।’

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116378 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 10:23:28 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group