• হোম > বিনোদন > নির্মিত হচ্ছে কপিল শর্মার বায়োপিক

নির্মিত হচ্ছে কপিল শর্মার বায়োপিক

  • রবিবার, ১৬ জানুয়ারী ২০২২, ০৯:১৭
  • ৪৪২

কপিল শর্মা। ফাইল ছবি।

মুম্বাইয়ের গ্ল্যামার দুনিয়ার ‘কমেডিম্যান’ তিনি। নিজের কথা জাদুতে বহু মানুষকে হাসিয়েছেন। আবার নানা কারণে বিতর্কেও জড়িয়েছেন। বলছিলাম কপিল শর্মার কথা। এবার তার জীবনের কাহিনি দেখা যাবে সিনেমায়। তৈরি হচ্ছে বলিউডের জনপ্রিয় কমেডিয়ানের বায়োপিক। নাম ‘ফনকার’।

চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শ কপিল শর্মার বায়োপিকের খবর জানান। লাইকা প্রোডাকশনের মহাবীর জৈনের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন মৃগদীপ সিং লাম্বা। এর আগে ‘ফুকরে’ সিনেমা পরিচালনা করেছেন তিনি। এবার কপিল শর্মার জীবনের কাহিনি সিনেমার আকারে দর্শকদের সামনে তুলে ধরবেন। তবে বলিউডে জোর গুঞ্জন, বায়োপিকে কপিল শর্মা নিজেই অভিনয় করবেন।

পাঞ্জাবের অমৃতসরে জন্ম কপিল শর্মার। অল্প বয়সেই বাবাকে হারান। মুম্বাইয়ে কেরিয়ার শুরু করেন রিয়ালিটি শোয়ের মাধ্যমে। ২০০৭ সালে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতা জেতেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পাঞ্জাবের কমেডিয়ানকে। একের পর এক রিয়ালিটি শোয়ে অংশগ্রহণ করেছেন।
২০১৩ সালে নিজের কমেডি চ্যাট শো ‘কমেডি নাইটস উইথ কপিল’ শুরু করেন। অল্প সময়েই টেলিভিশনের দর্শকদের মন জয় করে নেন। দু’টি সিনেমায় মুখ্য চরিত্রেও অভিনয় করেন। ক্যামেরার সামনে হাসিখুশি কপিলের জীবনে একাধিক বিতর্কও রয়েছে।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116405 ,   Print Date & Time: Tuesday, 4 November 2025, 11:35:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group