• হোম > ঢাকা | বাংলাদেশ > প্রথমবার ভোট দিয়েই তৃতীয় লিঙ্গের দুই ভোটারের প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা

প্রথমবার ভোট দিয়েই তৃতীয় লিঙ্গের দুই ভোটারের প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা

  • রবিবার, ১৬ জানুয়ারী ২০২২, ১৫:১২
  • ৪২৫

তৃতীয় লিঙ্গের দুই ভোটার সন্ধ্যা ও রুবিনা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ নং ওয়ার্ডের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেন সন্ধ্যা ও রুবিনা নামের তৃতীয় লিঙ্গের দুই ভোটার। রবিবার সকাল ৯টার দিকে তারা ভোট দেন।

তারা দুজনই ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‌‘জীবনে প্রথমবার ইভিএমে ভোট দিয়ে খুব ভালো লাগছে। আমরা যদি কখনো মানুষের পাশে দাঁড়াতে পারি, ভালো কাজ করে জনপ্রিয়তা অর্জন করতে পারি তাহলে আমরাও ভবিষ্যতে চিন্তাভাবনা করব কাউন্সিলর প্রার্থী হওয়ার। আমরা দুজনই পছন্দের পার্থীদের ভোট দিয়েছি। আমরা আশা করি, জনপ্রতিনিধি যারাই হোক তারা আমাদের পাশে দাঁড়াবে।’

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু নাইম মৃধা বলেন, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এ পর্যন্ত প্রায় ১০ শতাংশ ভোট পড়েছে। সবাই উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবেই ভোট প্রদান করছে।
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ৩৩,১০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৬,২৭৮ আর নারী ভোটারের সংখ্যা ১৬,৮২৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা দুজন। তারা দুজনই ভোট দিয়েছেন।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116442 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 12:47:54 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group