• হোম > বাংলাদেশ > হাত ধুয়ে, আঙুলে জেল মেখেও ভোট দিতে পারলেন না মনোয়ারা

হাত ধুয়ে, আঙুলে জেল মেখেও ভোট দিতে পারলেন না মনোয়ারা

  • রবিবার, ১৬ জানুয়ারী ২০২২, ১৬:০৯
  • ৩৯৫

 হাত ধুয়ে, আঙুলে জেল মেখেও ভোট দিতে পারলেন না মনোয়ারা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট দিতে এসে আঙ্গুলের ছাপ মিলছে না বলে অভিযোগ করেছেন অনেক ভোটার। আজ রোববার নারায়ণগঞ্জের আদর্শ স্কুল কেন্দ্রে এমন অভিযোগ পাওয়া যায়।

কেন্দ্র ঘুরে দেখা যায়, বেলা সোয়া ১১টার দিকে ভোট দিতে আসেন মনোয়ারা বেগম নামে এক নারী। ১৫ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর ভোট দিতে গেলে ইভিএমে আঙুলের ছাপ মিলছিল না তার। সব আঙুল দিয়ে কয়েকবার চেষ্টা করেও ভোট দিতে পারেননি। পরে ঘটনাস্থলে থাকা আনসার সদস্যের পরামর্শে সাবান দিয়ে হাত ধুয়ে এবং আঙুলে জেল মেখে চেষ্টা করলেও ব্যর্থ হন। এত সব চেষ্টার পরও ভোট দিতে না পেরে হতাশ হয়ে ফিরে যান তিনি।

এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা বলেন, বয়স্ক প্রায় সব ভোটারেরই এই সমস্যা হচ্ছে। ১০ মিনিট ধরে চেষ্টা করে তিনজন প্রবীণ ভোটার ভোট দিতে পেরেছেন। মনোয়ারারটা একেবারেই সম্ভব হয়নি।

প্রিসাইডিং কর্মকর্তা শামছুল হক বলেন, ভোটের মহড়া করেছেন এমন মাত্র তিনজন এই কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন। এ সময় আঙুলের ছাপ না মেলাসহ ইভিএমে ধীরগতির কথা স্বীকার করেন তিনি।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116462 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 03:20:06 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group