• হোম > ক্রিকেট | খেলা > নিউজিল্যান্ড সফর শেষে ঢাকায় পা রাখলেন ক্রিকেটাররা

নিউজিল্যান্ড সফর শেষে ঢাকায় পা রাখলেন ক্রিকেটাররা

  • রবিবার, ১৬ জানুয়ারী ২০২২, ১৬:২৩
  • ৪০০

 নিউজিল্যান্ড সফর শেষে ঢাকায় পা রাখলেন ক্রিকেটাররা

নিউজিল্যান্ডের মাটিতে দারুণ এক সফর কাটিয়ে অবশেষে দেশের ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অকল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে আজ শনিবার বিকেল ৫টায় ঢাকায় পৌঁছাছেন মুমিনুল হকরা। কিউইদের মাটিতে প্রথমবার জয় পাওয়া ও সিরিজ ড্র করে ফেরার স্বস্তি নিয়ে দেশে পা রাখলেন তারা।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট তিন দিনে শেষ হওয়ার পর দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন দুদিন আগেই দেশে ফিরেছিলেন। বিপিএলের পর আফগানিস্তান সিরিজ, তাই দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা সেখান থেকে নিজ নিজ দেশে গেছেন ছুটি কাটাতে। বাকিরা আজ ফিরছেন দেশে। দেশে এসে দুই-তিন দিন ছুটি কাটিয়ে তারা আবার যোগ দেবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে।

নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় টেস্ট ৩ দিনেই শেষ হওয়ার পর বিমানের ফ্লাইটসূচি পরিবর্তন করে আগেই ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার কথা ভেবেছিল বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। তবে সেটি সম্ভব হয়নি। পাঁচ দিন খেলা হলে ম্যাচ শেষ হতো ১৩ জানুয়ারি। সে হিসেবে বাংলাদেশ দলের টিকিট কাটা হয় ১৪ জানুয়ারি। অবশেষে শুক্রবার অকল্যান্ড থেকে দেশের ফিরলেন মুমিনুলরা।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116478 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 07:29:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group