• হোম > ঢাকা | বাংলাদেশ > শরীয়তপুরে জমি নিয়ে বিরোধ, যুবককে পিটিয়ে হত্যা

শরীয়তপুরে জমি নিয়ে বিরোধ, যুবককে পিটিয়ে হত্যা

  • রবিবার, ১৬ জানুয়ারী ২০২২, ১৬:২৯
  • ৪২১

 প্রতীকী ছবি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ রবিবার সকালে উপজেলার সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নের কাদির সরকার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিন্টু মাঝী ওই এলাকার মৃত আমান উল্লাহ মাঝীর ছেলে।

স্থানীয়রা জানান, মিন্টু মাঝীরের সাথে একই গ্রামের মৃত আলী মিয়া হাওলাদারের ছেলে সুমন হাওলাদারের সঙ্গে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে সুমন হাওলাদার বিরোধপূর্ণ সেই জমির বেড়া ভেঙ্গে ফেলেন। এতে বাধা দিতে গেলে সুমন হাওলাদার ও তার লোকজন মিন্টু মাঝীকে লোহার রট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহত মিন্টু মাঝীকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার জানান, মূলত জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় নিহতের স্ত্রী ইভা ৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর মধ্যে সুমনের মাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116486 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 07:02:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group