• হোম > আন্তর্জাতিক > সম্প্রদায়ের ৩ সদস্যের জামিন আবেদন প্রত্যাখ্যান

সম্প্রদায়ের ৩ সদস্যের জামিন আবেদন প্রত্যাখ্যান

  • রবিবার, ১৬ জানুয়ারী ২০২২, ১৬:৩৩
  • ৩৫৭

 সম্প্রদায়ের ৩ সদস্যের জামিন আবেদন প্রত্যাখ্যান

বিশ্বজমিন (২ ঘন্টা আগে) জানুয়ারি ১৬, ২০২২, রোববার, ২:১৫ অপরাহ্ন | সর্বশেষ আপডেট: ২:৩০ অপরাহ্ন
হোয়াটসঅ্যাপে পবিত্র কোরআনের কিছু অংশ বিকৃত করে শেয়ার করার জন্য আহমাদি সম্প্রদায়ের তিন সদস্যের জামিন আবেদন প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের লাহোর হাইকোর্ট। আদালত তার রায়ে বলেছেন, নিজের নয় এমন লেখা বিকৃত করা ভয়াবহ অপরাধ। এ খবর দিয়েছে অনলাইন ডন।
আহমাদি সম্প্রদায়ের বিশ্বাস প্রচারের জন্য অভিযোগ এনেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ), লাহোরের সাইবারক্রাইম শাখা।

মোহাম্মদ ইরফান নামে একজন অভিযোগ করেছেন যে, মাহমুদ ইকবাল হাশমি, শিরাজ আহমেদ ও অন্যরা ‘সিন্ধু সালামাত’ নামের গ্রুপ সৃষ্টি করেছে হোয়াটসঅ্যাপে। সন্দেহজনক এসব ব্যক্তি তাদের কর্মকাণ্ড চালিয়ে এসেছে তা ব্যবহার করে। এ জন্য পাকিস্তানের দণ্ডবিধির বিভিন্ন ধারার অধীনে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এরপর তদন্ত করে এজেন্সি গ্রেপ্তার করেছে হাশমি, আহমাদকে। পরে গ্রেপ্তার করা হয়েছে জহির আহমাদ নামে একজনকে। তারা সেশন কোর্টে জামিনের আবেদন করেছিল।
কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করেছে।

সূত্র: মানবজমিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116491 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 10:45:20 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group