• হোম > শিক্ষাঙ্গন > শিক্ষার্থীদের হটিয়ে উপাচার্যকে উদ্ধার করলো পুলিশ, আহত অর্ধশত

শিক্ষার্থীদের হটিয়ে উপাচার্যকে উদ্ধার করলো পুলিশ, আহত অর্ধশত

  • রবিবার, ১৬ জানুয়ারী ২০২২, ১৮:৪১
  • ৪৮৩

 শিক্ষার্থীদের হটিয়ে উপাচার্যকে উদ্ধার করলো পুলিশ, আহত অর্ধশত

ড. এম এ ওয়াজেদ মিয়া আইসিটি ভবনে অবরুদ্ধ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে উদ্ধার করেছে পুলিশের বিশেষ বাহিনী ‘ক্রাইসিস রেসপন্স টিম’ (সিআরটি)। এসময় তারা শিক্ষার্থীদের লাঠিচার্জ করে। এসময় শিক্ষকসহ অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বিকেল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইসিটি শিক্ষা ভবনে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করেন।

এর আগে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগের দাবিসহ তিন দফা দাবি আদায় এবং ছাত্রীদের চলমান আন্দোলনে ছাত্রলীগের হামলার অভিযোগে রোববার (১৬ জানুয়ারি) সকাল থেকে রাস্তা অবরোধ করে রেখেছিল আন্দোলনরত শিক্ষার্থীরা।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116514 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 01:26:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group