• হোম > ঢাকা | বাংলাদেশ > আবারও কাউন্সিলর নির্বাচিত সেই ‘করোনাযোদ্ধা’ খোরশেদ

আবারও কাউন্সিলর নির্বাচিত সেই ‘করোনাযোদ্ধা’ খোরশেদ

  • রবিবার, ১৬ জানুয়ারী ২০২২, ১৯:২৫
  • ৪৭৪

মাকছুদুল আলম খন্দকার খোরশেদ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সেই করোনাযোদ্ধা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। ঠেলাগাড়ী প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১৩ হাজার ৭৯২টি। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী রেডিও প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ হাজার ২২টি।

আজ রবিবার এই ফলাফল জানা যায়। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।

নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ১২৭৭০ ভোট বেশি পেয়ে চতুর্থ বারের মত নাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলার নির্বাচিত হন খোরশেদ।
মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে শোকরিয়া ও ১৩নং ওয়ার্ডবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116518 ,   Print Date & Time: Friday, 30 January 2026, 01:09:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group