• হোম > ক্রিকেট | খেলা > ৫৬ রানেই ইংল্যান্ডের ১০ উইকেটের পতন

৫৬ রানেই ইংল্যান্ডের ১০ উইকেটের পতন

  • সোমবার, ১৭ জানুয়ারী ২০২২, ০৯:৩৮
  • ৪২৬

সংগৃহীত ছবি

৪-০ ব্যবধানে সিরিজ জয় অস্ট্রেলিয়ার। হোবার্টেও ইংল্যান্ডকে হারালো অস্ট্রেলিয়া। ২৭১ রান তাড়া করতে গিয়ে ওপেনিং জুটিতে ৬৮ রান তোলে ইংল্যান্ড। এরপর ৫৬ রানে শেষ ১০ উইকেট হারিয়ে লজ্জার হার মেনে নিতে হয়জো রুটদের। এই অ্যাসেজ সফর অভিশপ্ত হয়ে থাকল ইংল্যান্ডের কাছে। সিডনি টেস্টে বৃষ্টি বাধা না দিলে ৫-০ সিরিজ জিততে পারতেন প্যাট কামিন্সরা।

হোবার্টে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড আর ক্যামেরন গ্রীন। আর ১টি উইকেট নেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৫৫ রানে। ২৭১ রান তাড়া করতে নেমে এভাবে ১২৪ রানে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যাবে তা কেউ ভাবতে পারেননি। ১৪৬ রানে সিরিজের শেষ টেস্ট জিতল অস্ট্রেলিয়া। মাত্র ৩ দিনেই শেষ সিরিজের শেষ টেস্ট। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩৬ করেন জ্যাক ক্রলি। চোট সারিয়েই সেরা খেলোয়াড় হন ট্রেভিস হেড।

০-৪ সিরিজ হারের ইংল্যান্ডের অধিনায়ক জো রুট বলেন, এই সফরটা একদমই ভালো গেল না। আমরা কিছু অংশে ভালো ক্রিকেট খেলি। তবে ম্যাচ জেতার জন্য যে রকম খেলা উচিত, তা খেলতে পারিনি। এই হার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ভুলগুলো শোধরাতে হবে। সকল জায়গাতেই অস্ট্রেলিয়া আমাদের টেক্কা দিয়েছে। আমরা ঠিক ভাবে খেলতেই পারিনি।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩০৩

ইংল্যান্ড ১ম ইনিংস: ১৮৮

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (আগের দিন ৩৭/৩) ৫৬.৩ ওভারে ১৫৫ (স্মিথ ২৭, বোল্যান্ড ৮, হেড ৮, গ্রিন ২৩, কেয়ারি ৪৯, স্টার্ক ১, কামিন্স ১৩, লায়ন ৪*; ব্রড ১৮-২-৫১-৩, ওকস ১১-৩-৪০-১, রবিনসন ১১-৪-২৩-০, উড ১৬.৩-২-৩৭-৬)

ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ২৭১) ৩৮.৫ ওভারে ১২৪ (বার্নস ২৬, ক্রলি ৩৬, মালান ১০, রুট ১১, স্টোকস ৫, পোপ ৫, বিলিংস ১, ওকস ৫, উড ১১, রবিনসন ০, ব্রড ১*; স্টার্ক ৮-০-৩০-১, কামিন্স ১২.৫-৩-৪২-৩, বোল্যান্ড ১২-৫-১৮-২, গ্রিন ৬-১-২১-৩)

ফল: অস্ট্রেলিয়া ১৪৬ রানে জয়ী

সিরিজ: ৫ ম্যাচের সিরিজ ৪-০ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া

ম্যান অব দা ম্যাচ: ট্রাভিস হেড

ম্যান অব দা সিরিজ: ট্রাভিস হেড

সূত্রঃ বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116554 ,   Print Date & Time: Tuesday, 5 August 2025, 08:51:17 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group