• হোম > আন্তর্জাতিক > যুক্তরাষ্ট্রজুড়ে ২৭০০ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রজুড়ে ২৭০০ ফ্লাইট বাতিল

  • সোমবার, ১৭ জানুয়ারী ২০২২, ১১:১৩
  • ৪৬০

 সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রজুড়ে ২ হাজার ৭০০’র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির পূর্ব উপকূলে তীব্র বাতাস ও বরফের সমন্বয়ে শীতকালীন ঝড়ের আঘাতের আশঙ্কায় রবিবার এসব ফ্লাইট বাতিল করা হয়। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার.কম-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার সাড়ে ১২টা পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে ২ হাজার ৭০০-র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ, বহির্গমন এবং আভ্যন্তরীণ ফ্লাইটও রয়েছে। এছাড়া দেড় হাজারের বেশি ফ্লাইট নির্ধারিত শিডিউলের চেয়ে বিলম্বে যাত্রা শুরু করেছে বলেও পরিসংখ্যানে দেখা গেছে।

ফ্লাইটঅ্যাওয়ার ওয়েবসাইটের তথ্য বলছে, সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করা এয়ারলাইন্সগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে আমেরিকান এয়ারলাইন্স। রবিবার এয়ারলাইন্সটি তাদের ছয় শতাধিক ফ্লাইট বাতিল করে।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116568 ,   Print Date & Time: Wednesday, 17 December 2025, 03:47:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group