• হোম > বিনোদন > কিংবদন্তি নৃত্যশিল্পী বিরজু মহারাজ আর নেই

কিংবদন্তি নৃত্যশিল্পী বিরজু মহারাজ আর নেই

  • সোমবার, ১৭ জানুয়ারী ২০২২, ১২:১২
  • ৪৯৯

 কিংবদন্তি নৃত্যশিল্পী বিরজু মহারাজ আর নেই

কিংবদন্তি কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ ৮৩ বছর বয়সে মারা গেছেন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

রোববার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে কিংবদন্তি এ শিল্পীর মৃত্যু হয়।

একাধারে নাচ, তবলা এবং কণ্ঠসঙ্গীতে সমান পারদর্শী ছিলেন তিনি, আঁকতেন ছবিও।

খবরে বলা হয়, রোববার রাতে নাতির সঙ্গে খেলার সময় তিনি অসুস্থ বোধ করেন। এর পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। সম্প্রতি তার কিডনির অসুখ ধরা পড়েছিল, চলছিল ডায়ালিসিস।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, কত্থকের ‘মহারাজা’ পরিবারে জন্ম। সাত পুরুষ ধরে তাদের পরিবারে কত্থক নাচের চর্চা। তার দুই চাচা শম্ভু মহারাজ এবং লচ্ছু মহারাজ ছিলেন বিখ্যাত শিল্পী। বাবা অচ্চন মহারাজই ছিলেন বিরজুর গুরু।

শাস্ত্রীয় সঙ্গীতের একাধিক ধারার সঙ্গে যেমন যুক্ত ছিলেন, তেমনই বহু ছবিতে কোরিওগ্রাফারের কাজও করেছেন। কলকাতার সঙ্গে তার নিবিড় যোগ ছিল। ১৯৫২ সালে এ শহরে জীবনে প্রথম মঞ্চে পারফর্ম করেন। এর পর থেকে চাচাদের কাছে শিক্ষা চলেছে। ধীরে ধীরে মেলে ধরেছেন নিজেকে।

সূত্র: সমকাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116588 ,   Print Date & Time: Thursday, 4 September 2025, 11:59:19 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group