• হোম > আন্তর্জাতিক > করোনাকালে দ্বিগুণ হয়েছে শীর্ষ ১০ ধনীর আয়, দারিদ্র্যের শিকার ১৬০ মিলিয়ন : অক্সফাম

করোনাকালে দ্বিগুণ হয়েছে শীর্ষ ১০ ধনীর আয়, দারিদ্র্যের শিকার ১৬০ মিলিয়ন : অক্সফাম

  • সোমবার, ১৭ জানুয়ারী ২০২২, ১৪:৫২
  • ৩৫৫

 ইলন মাস্ক

২০২০ সালের মার্চে সারা বিশ্বে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ে। এখনো বিশ্বজুড়ে কভিড-১৯ এর দাপট চলছে। তবে মহামারীর এ সময়কালে বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্বন্বিত সম্পদ দ্বিগুণের চেয়ে বেশি বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা অক্সফাম। উল্টোটা ঘটেছে দরিদ্রদের ভাগ্যে। মহামারীর সময় আরও গরীব হয়েছেন তারা।

অক্সফামের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বের সবচেয়ে দরিদ্র ব্যক্তিদের নিম্ন আয় প্রতিদিন অন্তত ২১ হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী।

মার্কিন সাময়িকী ফোর্বসের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক, জেফ বেজোস, বার্নার্ড আর্নল্ট ও পরিবার, বিল গেটস, ল্যারি এলিসন, ল্যারি পেজ, সের্গেই ব্রিন, মার্ক জুকারবার্গ, স্টিভ বলমার ও ওয়ারেন বাফেট।
অক্সফাম জিবি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানি শ্রীস্কান্দারাজাহ বলেন, ‘মহামারি চলাকালীন প্রায় প্রতিদিনই একজন করে নতুন বিলিয়নিয়ার তৈরি হয়েছেন। এদিকে লকডাউন, নিম্নগামী আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনের কারণে বিশ্বের প্রায় ৯৯ শতাংশ মানুষেরই আর্থিক অবস্থার অবনতি হয়েছে।এর ফলশ্রুতিতে বিশ্বে আরও ১৬০ মিলিয়ন মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন।’

সূত্র : বিবিসি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116597 ,   Print Date & Time: Wednesday, 6 August 2025, 03:28:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group