• হোম > জাতীয় > সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে টিএইচ খানের জানাজা

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে টিএইচ খানের জানাজা

  • সোমবার, ১৭ জানুয়ারী ২০২২, ১৫:৫৬
  • ৪২০

 সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে টিএইচ খানের জানাজা

খ্যাতিমান প্রবীণ আইনজীবী ও সাবেক বিচারপতি তাফাজ্জাল হোসেন (টিএইচ) খানের জানাজা সম্পন্ন হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে তার মরদেহে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সোমবার ১১টা ৪৫ মিনিটের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বিপুল সংখ্যক আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ না বসার সিদ্ধান্ত নেন। সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় সদস্যের বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগ বেঞ্চে বসলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী ও আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল টিএইচ খানের মৃত্যুতে শ্রদ্ধা জানানোর বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় প্রধান বিচারপতি বলেন, আমরা এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে, সিনিয়র আইনজীবী টিএইচ খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সোমবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগ (আপিল ও হাইকোর্ট) পরিচালনা করা হবে না। ময়মনসিংহের হালুয়াঘাটে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হবে।

সুপ্রিম কোর্টের এই প্রবীণ আইনজীবী রোববার সন্ধ্যা ৫টায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। জ্যেষ্ঠ এই বিচারপতির মৃত্যুতে শোক জানান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শোকবার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সূত্রঃ মানবজমিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116607 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 08:53:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group