• হোম > ঢাকা | বাংলাদেশ > রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

  • সোমবার, ১৭ জানুয়ারী ২০২২, ১৭:১৮
  • ৪১৫

মীর আব্দুল হান্নান

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহতের নাম মীর আব্দুল হান্নান (৫৮)। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়। গ্রামের বাড়ি সাতক্ষীরায় যাওয়ার পথে ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি।

মীর আবদুল হান্নান আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন।

আবদুল হান্নানের স্ত্রীর বড় ভাই আবদুল মোমেন সংবাদমাধ্যমকে বলেন, আবদুল হান্নান কর্মস্থল থেকে ছুটি নিয়ে রবিবার দুপুরে শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে বাসে চড়েন। বাসটি কেরানীগঞ্জের ঘাটারচর গেলে অচেতন হয়ে পড়েন তিনি। তখন তার কাছে থাকা মুঠোফোন দিয়ে পথচারীরা স্বজনদের ফোন করে বিষয়টি জানান। সন্ধ্যায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, পুলিশ সদস্য আবদুল হান্নান ছুটিতে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে অচেতন হয়ে পড়েন তিনি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রবিবার রাতে তিনি মারা যান।
আবদুল হান্নান চতুর্থ এপিবিএন হেডকোয়ার্টারের অধীন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরার কলারোয়ার আলাইপুরে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে জানান, রবিবার বিকাল ৩টার দিকে অচেতন অবস্থায় এক পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116636 ,   Print Date & Time: Sunday, 19 October 2025, 05:44:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group