• হোম > জাতীয় > দেশে করোনা শনাক্ত ৬ হাজার ছাড়ালো

দেশে করোনা শনাক্ত ৬ হাজার ছাড়ালো

  • সোমবার, ১৭ জানুয়ারী ২০২২, ১৮:১২
  • ৪৯৭

 ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ৬ হাজার ছাড়িয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ৬ হাজার ৬৭৬ জন। শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জনে। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৫৪ জনে।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৩১ হাজার ৯৮০ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২৭ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন।
এর আগে রবিবার করোনা আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছিল। ভাইরাসটিতে শনাক্ত হয়েছিলেন ৫ হাজার ২২২ জন।

সুত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116645 ,   Print Date & Time: Friday, 24 October 2025, 03:24:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group