• হোম > বিনোদন > অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার

অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার

  • মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২, ০৯:১৩
  • ৫২১

 রাইমা ইসলাম শিমু

ঢালিউড অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। ঢাকার মিটফোর্ড হাসপাতালে মরদেহ সনাক্ত করেন তার বড় ভাই খোকন। খোকন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালাম মিয়া জানান, সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ থেকে রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, রাইমা ইসলাম শিমু নির্মাতা কাজী হায়াতের ‘বর্তমান’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। এরপর এই অভিনেত্রীকে অন্তত ২০টির অধিক চলচ্চিত্রে দেখা গেছে। তিনি সর্বশেষ ২০০৪ সালে ‘জামাই শ্বশুর’ ছবিতে অভিনয় করেন। এরপর তাকে আর চলচ্চিত্রে দেখা না গেলেও টিভি নাটকে নিয়মিত অভিনয় করতে দেখা যায়।
সূত্রঃ ডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116660 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 11:48:00 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group