• হোম > আন্তর্জাতিক > বিশ্বজুড়ে করোনার বিষে নীল আরও প্রায় ৫ হাজার প্রাণ

বিশ্বজুড়ে করোনার বিষে নীল আরও প্রায় ৫ হাজার প্রাণ

  • মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২, ০৯:২৯
  • ৪৮৮

 করোনার বিষে নীল আরও প্রায় ৫ হাজার প্রাণ

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। বিশেষ করে ইউরোপ-আমেরিকায় ঝড়ে গতিতে সংক্রমণ ছড়াচ্ছে ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন।

গত ২৪ ঘণ্টায় (সোমবার) বিভিন্ন দেশে এই ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছে ৪ হাজার ৯৮৭ জন। এই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১৯ লাখ ৭৯ হাজার ৮৫৬ জন।

সোমবার রাশিয়ায় করোনায় প্রাণ হারিয়েছে ৬৭০ জন। এদিন দেশটিতে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০ হাজার ৭২৬।
এদিন আমেরিকায় মারা গেছে ৪৬৮ জন। এই সময়ে দেশটিতে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৫৫৩ জন।

সোমবার ইতালিতে মারা গেছে ২৮৭ জন। আর আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৩ হাজার ৪০৩ জন। ফ্রান্সে মৃত্যু হয়েছে ২৯৬ জনের, দেশটিতে সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ১৪৪ জনের।

এদিন কানাডায় মৃত্যু হয়েছে ১৪৯ জনের। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫৮৬ জনের।

সোমবার ভারতে করোনায় মারা গেছে ৩০২ জন। এদিন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে ২ লাখ ২২ হাজার ৫৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে করোনাভাইরাস কেড়ে নিয়েছে ১৪৩ জনের প্রাণ। এই সময়ে দেশটিতে ৫৩ হাজার ৯১৬ নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে।

এদিন তুরস্কে মারা গেছে ১৬২ জন, আর নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৪ হাজার ৯৩৫ জনের। আর্জেন্টিনায় মারা গেছে ১৯১ জন, সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৪৫৮ জনের। ব্রাজিলে মারা গেছে ১৬২ জন, নতুন আক্রান্ত হয়েছে ৭৬ হাজার ৩৪৫ জন।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116668 ,   Print Date & Time: Tuesday, 4 November 2025, 08:31:35 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group