• হোম > শিক্ষাঙ্গন > উপাচার্যের পদত্যাগের দাবিতে রাতভর শাবি শিক্ষার্থীদের আন্দোলন

উপাচার্যের পদত্যাগের দাবিতে রাতভর শাবি শিক্ষার্থীদের আন্দোলন

  • মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২, ০৯:৩২
  • ৪০৩

 রাতভর শাবি শিক্ষার্থীদের আন্দোলন

উপাচার্যের পদত্যাগের দাবিতে সারাদিনের পর পুরো রাতও আন্দোলন চালিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। সোমবার বিকাল থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

উপাচার্যের পদত্যাগ দাবিতে নানা স্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা। গানে গানেও প্রতিবাদ জানিয়েছেন তারা।

এদিকে, উপাচার্যের ফটকের সামনে অবস্থানে রয়েছে পুলিশ। তবে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
সোমবার সকাল থেকে ভিসিসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বেগবান হয়েছে। দলে দলে এসে আন্দোলনে একাত্মতা জানাচ্ছেন শিক্ষার্থীরা।

তাদের ভাষ্য, বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে পুলিশ থাকবে কেন। তাদের এই ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে।

শিক্ষার্থীদের এই আন্দোলনে বহিরাগতরা নেতৃত্ব দিচ্ছে বলে এদিন দুপুরে অভিযোগ করেছেন ভিসি ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘বহিরাগতদের ইন্ধনে এখন আন্দোলন চলছে। রবিবার রাত থেকেই ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করেছে বলে আমার কাছে তথ্য আছে।’

তবে ভিসির এমন দাবি নাকচ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন, ঘটনা ধামাচাপা দিতে মিথ্যাচার করছেন উপাচার্য। ক্যাম্পাসে পুলিশ ছাড়া বহিরাগত কেউ নেই।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116671 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 12:57:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group