• হোম > বাংলাদেশ > তসলিমা চান চারদিকে প্রচার হোক তার মৃত্যুর খবর

তসলিমা চান চারদিকে প্রচার হোক তার মৃত্যুর খবর

  • মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২, ০৯:৩২
  • ৩৯৭

 তসলিমা চান চারদিকে প্রচার হোক তার মৃত্যুর খবর

নিজের মৃত্যুর খবর চারদিকে প্রচার হোক বলে চান বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। গতকাল সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এ কথা জানিয়েছেন বিতর্কিত এই লেখিকা।

তার স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো-

‘আমি চাই আমার মৃত্যুর খবর প্রচার হোক চারদিকে। প্রচার হোক যে আমি আমার মরণোত্তর দেহ দান করেছি হাসপাতালে, বিজ্ঞান গবেষণার কাজে। কিছু অঙ্গ প্রতিস্থাপনে কারও জীবন বাঁচুক। কারও চোখ আলো পাক। প্রচার হোক, কিছু মানুষও যেন প্রেরণা পায় মরণোত্তর দেহ দানে।

অনেকে কবর হোক চান, পুড়ে যাক চান, কেউ কেউ চান তাদের শরীর পোড়া ছাই প্রিয় কোনো জায়গায় যেন ছড়িয়ে দেওয়া হয়। কেউ কেউ আশা করেন তাদের দেহ মমি করে রাখা হোক। কেউ আবার বরফে ডুবিয়ে রাখতে চান, যদি ভবিষ্যতে প্রাণ দেওয়ার পদ্ধতি আবিষ্কার হয়!

অসুখ বিসুখে আমি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ওপর নির্ভর করি এবং জীবনের শেষ দিন পর্যন্ত করবো। কোনো প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই, ঠিক যেমন বিশ্বাস নেই কোনো কুসংস্কারে। জীবনের একটি মুহূর্তেরও মূল্য অনেক। মরার পর আমরা কিন্তু কোথাও যাই না। পরকাল বলে কিছু নেই। পূনর্জন্ম বলে কিছু নেই। মৃত্যুতেই জীবনের সমাপ্তি। আমার জীবন আমি সারা জীবন অর্থপূর্ণ করতে চেয়েছি। মৃত্যুটাও চাই অর্থপূর্ণ হোক।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116672 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 12:34:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group