• হোম > আন্তর্জাতিক > আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের আঘাত, নিহত ২৬

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের আঘাত, নিহত ২৬

  • মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২, ০৯:৩৮
  • ৪৬০

 ফাইল ছবি

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় বাগদিস প্রদেশের ক্বাদিস জেলায় সোমবার ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পে সাত শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর দুই ঘণ্টা পর ৪ দশমিক ৯ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
বাদগিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, ভূমিকম্পের সময় প্রদেশের ক্বাদিস জেলায় ভবনের ছাদ ধসে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ নারী ও ৪ শিশু রয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে। ৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পে প্রায় ২৮০ জনের প্রাণহানি হয়।

সূত্র: আল-জাজিরা, এএফপি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116678 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 04:20:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group