• হোম > আন্তর্জাতিক > যুক্তরাষ্ট্র ও কানাডায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজার হাজার মানুষ

যুক্তরাষ্ট্র ও কানাডায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজার হাজার মানুষ

  • মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২, ০৯:৪৬
  • ৩৬৩

 যুক্তরাষ্ট্র ও কানাডায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজার হাজার মানুষ

শীতকালীন বড় ধরনের একটি ঝড় যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু অঞ্চলে আঘাত হেনেছে। উপদ্রুত এলাকায় ভারী তুষারপাতের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছে ৮০ মিলিয়নেরও বেশি মানুষ। হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ১ লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষ।

উদ্ভূত পরিস্থিতিতে ভার্জিনিয়া, জর্জিয়া এবং উত্তর ও দক্ষিণ ক্যারোলিনার মতো রাজ্যগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কিছু এলাকায় এক ফুটেরও বেশি তুষারপাতের আশঙ্কার কথা জানিয়েছে ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)।

তুষারপাতের ফলে বিদ্যুৎ বিভ্রাট এবং গাছপালার ক্ষয়ক্ষতির বিষয়ে লোকজনকে সতর্ক করে দিয়েছে তারা। এছাড়া এ সময়ে কোনো যাত্রা বা ভ্রমণ বিপজ্জনক হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। নিউ ইয়র্ক সিটি এবং কানেকটিকাটের কিছু অংশসহ কিছু এলাকায় সম্ভাব্য উপকূলীয় বন্যার পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া রাস্তাঘাট ও অবকাঠামোরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: বিবিসি


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116685 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 01:08:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group