• হোম > আইন-অপরাধ > কাল থেকে ভার্চুয়ালি চলবে উচ্চ আদালতের বিচারকাজ

কাল থেকে ভার্চুয়ালি চলবে উচ্চ আদালতের বিচারকাজ

  • মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২, ১৬:৪৫
  • ৪৮৬

 ---

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে আগামীকাল বুধবার থেকে সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ মঙ্গলবার এই বিষয়ে সুপ্রিমকোর্ট প্রশাসনের পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এর আগে আজ সকালে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হলে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, চারদিকে করোনার সংক্রমণের যে অবস্থা, তাতে মনে হচ্ছে আবারও ভার্চুয়াল আদালত পরিচালনায় যেতে হবে। ভার্চুয়ালি মামলা যে কম নিষ্পত্তি হয় তা কিন্তু নয়, ভার্চুয়ালি বেশিই নিষ্পত্তি হয়।
এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ​বিশ্বজিৎ দেবনাথ বলেন, আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয় এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ কয়েকজন আক্রান্ত হয়েছেন।

তখন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আমাদের হাইকোর্টের কয়েকজন বিচারপতি, স্টাফ এবং নিম্ন আদালতের কিছু বিচারকও আক্রান্ত হয়েছেন।

এদিকে, দেশে গত এক সপ্তাহ ধরে ব্যাপক হারে করোনার সংক্রমণ বাড়ছে। এরই প্রেক্ষিতে গত ১৩ জানুয়ারি থেকে সারাদেশে ১১ দফা বিধিনিষেধ কার্যকর করছে সরকার।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116725 ,   Print Date & Time: Friday, 26 December 2025, 08:16:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group