• হোম > বাংলাদেশ | রাজশাহী > চিকিৎসক পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ২

চিকিৎসক পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ২

  • মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২, ১৭:৪১
  • ৪৪৭

 চিকিৎসক পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ২

রাজশাহী মহানগরীতে চিকিৎসক পরিচয় দিয়ে রক্ত পরীক্ষার নামে রোগীর আত্মীয়কে মারপিট করা ও আটক রেখে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগে দুই ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে নগরীর রাজপাড়া থানা পুলিশ। সোমবার রাত ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নগরীর রাজপাড়া থানার কেশবপুরের সালমান শরিফ বাবু (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার মকরমপুরের জাহিদুল ইসলাম জাহিদ (৩৭)।

পুলিশ জানায়, নওগাঁর আত্রাই থানার মাধবপুর গ্রামের সিরাজুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাত ১০টায় সালমান শরিফ নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে সেই ওয়ার্ডে ভর্তি সিরাজুল ইসলামের শরীর থেকে রক্ত নেয়। একই সঙ্গে আরও কয়েকজন রোগীর শরীর থেকে রক্ত নেয়। হাসপাতালের চিকিৎসক মনে করে তারা রক্ত দেন। রক্ত সংগ্রহের পর গ্রেফতার সালমান শরিফ রোগীর ছেলে সুমনকে ১ ঘন্টা পরে রাজশাহী ডায়াগণস্টিক সেন্টার থেকে পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করার জন্য বলে। সুমন আলী রাত ১১টায় রাজশাহী ডায়াগণস্টিক সেন্টারে তার বাবার পরীক্ষার রিপোর্ট চাইতে গেলে আসামিরা রিপোর্ট বাবদ ৪ হাজার টাকা দাবি করে। সুমন জানায়, সরকারি চিকিৎসক ভেবে তারা পরীক্ষা করার জন্য রক্ত দিয়েছেন। এতো টাকা দেওয়ার তাদের সামর্থ নেই। তাই সে তার বাবার কাগজ ফেরত চাইলে গ্রেফতার সালমান ও জাহিদুল ইসলাম জাহিদসহ আরও ২ জন তাকে রাজশাহী ডায়াগনস্টিক সেন্টারে আটক রেখে মারপিট করে এবং তার পকেটে থাকা ৪ হাজার ৫০ টাকা জোর করে কেড়ে নেয়। এ ঘটনায় সুমন আলী রাজপাড়া থানায় মামলা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মামলার পর রাত ১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে লক্ষীপুর মোড় থেকে সালমান শরিফ বাবু ও জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেফতার করে।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116735 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 04:08:12 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group