• হোম > বাংলাদেশ > চাঁদাবাজির মামলায় সাবেক মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার

চাঁদাবাজির মামলায় সাবেক মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার

  • বুধবার, ১৯ জানুয়ারী ২০২২, ১৮:২৬
  • ৪৯৯

 চাঁদাবাজির মামলায় সাবেক মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার

সুনামগঞ্জের জামালগঞ্জে নৌপথে চাঁদাবাজির মামলায় জেলা মৎসজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রইছ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এর আগে মঙ্গলবার রাতে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন হোসাইন আহমদ নামের এক ব্যক্তি।

রইছ উদ্দিন বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আপ্তর আলীর ছেলে।

মামলার বাকি আসামিরা হলেন- বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আক্তার আলী ছেলে জসিম উদ্দিন (৩৫), একই গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে কাসেম মিয়া (৪৮), মশালঘাট গ্রামের মৃত বাবলু তালুকদারের ছেলে সাবেক ইউপি সদস্য জয়ন্ত তালুকদার (৪০) ও রাধানগর গ্রামের আঞ্জব আলীর ছেলে নদু মিয়া (৪৮)। তাদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বেহেলী ইউনিয়নের বেহেলী বাজার সংলগ্ন বৌলাই নদীতে রইছ বাহিনীর লোকেরা বালু ভর্তি নৌকা থেকে চাঁদা আদায়কালে নৌ শ্রমিক হোসাইন আহমদ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় তাকে তারা মারধর ও অকথ্য ভাষায় গালাগালি করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে জামালগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুর নাসের বলেন, নৌপথে চাঁদাবাজির মামলায় ১ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

সূত্র: যুগাস্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116834 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 04:10:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group