• হোম > বিএনপি | রাজনীতি > বহিষ্কার করলেও দল পরিবর্তন করবো না : তৈমূর আলম খন্দকার

বহিষ্কার করলেও দল পরিবর্তন করবো না : তৈমূর আলম খন্দকার

  • বুধবার, ১৯ জানুয়ারী ২০২২, ১৯:০৮
  • ৪৫৪

 ফাইল ছবি

দল থেকে বহিষ্কার করলেও দল পরিবর্তন করবেন না বা অন্য কোন দলেও যোগ দেবেন না বলে জানিয়েছেন বিএনপির সব পদ থেকে বহিষ্কৃত নেতা এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। বুধবার দুপুরে নগরীর মাসদাইর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এমনটাই জানান।

দলের এই সিদ্ধান্তে কারো প্রতি কোন ক্ষোভ নেই বলেও জানান তৈমূর। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং ইভিএম-এর বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলব। জনগণের অধিকার নিয়ে রাজনীতি করে যাবো। অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান থাকবে আপনারা কেউ ইভিএম মেনে নিবেন না। এটা ভোট ডাকাতের বাক্স।’

বহিষ্কারের ব্যাপারে তৈমূর বলেন, ‘আমি মনে করি রাজনীতি করতে গেলে একটা দল থাকতে হয়। কিন্তু পদ-পদবি দরকার হয় না। আমার প্রতি দলের এই সিদ্ধান্ত কেউ আমাকে টেলিফোনে বা চিঠিতে জানায়নি। তবে আমি দলের সিদ্ধান্ত নেমে নিলাম। আমাকে পদ থেকে বহিষ্কার করেছে। কর্মী থেকেতো বহিষ্কার করেনি। পদ থেকে বহিষ্কার করলেও দলের কর্মী-সমর্থক হিসেবে কাজ করে যাবো। আমি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকবো। অন্য কোন প্লাটফর্মে যাবো না।’
সূত্রঃ বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116847 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 10:37:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group