• হোম > বাংলাদেশ > পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, জুয়াড়ি নিখোঁজ

পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, জুয়াড়ি নিখোঁজ

  • বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২, ০৯:২৫
  • ৪৫৫

 পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, জুয়াড়ি নিখোঁজ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জুয়া খেলতে বসা ব্যক্তিদের কয়েকজন পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর একজন নিখোঁজ হয়েছেন। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তির নাম মো. তাজ উদ্দিন (৬৫)। তার বাড়ি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রানীগঞ্জ ইউনিয়নের চার ব্যক্তি কুশিয়ারা নদীর পুরাতন লঞ্চঘাটে বসে জুয়া খেলছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ধাওয়া দিলে তারা নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে তিনজন সাঁতারে পাড়ে উঠতে পারলেও তাজ উদ্দিন নদীতে নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা চালান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার জিন্নাতুল হাসান বলেন, রানীগঞ্জে অন্য একটি অভিযানে যাওয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন নদীতে ঝাঁপ দিয়েছে। তাদের মধ্যে একজন পাড়ে উঠতে পারেনি।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116861 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 01:32:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group