• হোম > আন্তর্জাতিক > বাড়ছে উত্তেজনা; পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর ইঙ্গিত উত্তর কোরিয়ার

বাড়ছে উত্তেজনা; পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর ইঙ্গিত উত্তর কোরিয়ার

  • শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২, ০৯:২৫
  • ৪২৩

ফাইল ছবি

আবারও উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার সম্পর্ক। যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা পুরোদমে শুরু করতে যাচ্ছে উত্তর কোরিয়া। এর জন্য ‘সাময়িকভাবে স্থগিত রাখা সব কার্যক্রম পুনরায় শুরুর’ বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র নতুন করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর জবাবে চলতি মাসে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।
কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন বুধবার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। এতে যুক্তরাষ্ট্রের ‘বিদ্বেষমূলক পদক্ষেপের’ জবাবসহ গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ প্রসঙ্গে আলোচনা হয়। পুলিটব্যুরো সাময়িকভাবে স্থগিত রাখা সব কার্যক্রম পুনরায় চালুর নির্দেশ দিয়েছে এবং ‘আরও সক্ষমতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে।’

পলিটব্যুরোর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ দীর্ঘমেয়াদে মোকাবিলায় আমাদের আরও বেশি প্রস্তুতি নিতে হবে।’

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116871 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 10:56:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group