• হোম > ঢাকা | বাংলাদেশ > রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

  • শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২, ১১:৫৫
  • ৫১৪

প্রতীকী ছবি

বরিশাল থেকে রাজধানীতে এসেই বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এছাড়া সিএনজি অটোরিকশার চালকসহ আহত হয়েছেন আরও দু’জন।

শুক্রবার সকাল ৭টার দিকে যাত্রাবাড়ির​ মাতুয়াইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে পাঁচজনকে আহতাবস্থায় পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিযলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- আব্দুর রহমান (৬৫), তার মেয়ে শারমিন আক্তার (৩৫) এবং শারমিনের স্বামী রিয়াজুল (৪৫)। আহত হয়েছেন শারমিনের মেয়ে বৃষ্টি আক্তার (৬) ও অটোরিকশার চালক রফিক (৪২)।
মৃত শারমিনের ভাই তানভীর জানান, তাদের বাড়ি বরিশাল উজিরপুরে। তার মা সাহেদা বেগম মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি। তার বাবা ও বোন বাড়ি থেকে ঢাকায় আসছিল মাকে দেখার জন্য। সকালে বরিশাল থেকে লঞ্চে সদরঘাটে আসেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, চিকিৎসক জানিয়েছেন ঘটনার পরপরই তিনজন মারা গেছেন।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116886 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 04:08:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group