• হোম > আন্তর্জাতিক > পাঁচ মাসে ৩০ দেশ ভ্রমণ, বিশ্বের সর্বকনিষ্ঠ পাইলটের খেতাব জিতলেন এই তরুণী!

পাঁচ মাসে ৩০ দেশ ভ্রমণ, বিশ্বের সর্বকনিষ্ঠ পাইলটের খেতাব জিতলেন এই তরুণী!

  • শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২, ১১:৫৭
  • ৩৭৮

 পাঁচ মাসে ৩০ দেশ ভ্রমণ, বিশ্বের সর্বকনিষ্ঠ পাইলটের খেতাব জিতলেন এই তরুণী!

৩২৫ কিলোগ্রামের এক প্রপেলার বিশিষ্ট প্লেন চালিয়ে পাঁচ মাসে বিশ্বভ্রমণ সারলেন ১৯ বছর বয়সী জারা রাদারফোর্ড, অর্জন করলেন বিশ্বভ্রমণ করা সর্বকনিষ্ঠ পাইলটের উপাধি।

পাইলট অভিভাবকের কাছে বড় হয়ে ওঠা জারা আকাশে উড়ে বেড়ানোকেই করেছেন জীবনের ধ্যান ও জ্ঞান। ব্রিটেন এবং বেলজিয়ামের দ্বৈত নাগরিকত্ব আছে তার।

২০২১ সালের ১৮ আগস্ট যাত্রা শুরু করেন জারা। গত বৃহস্পতিবার বেলজিয়ামের কোরত্রে শহরের মাটি ছোঁয় তার বিমানের চাকা এবং এখানেই শেষ হয় এই কন্যার বিশ্বভ্রমণ। স্পনসরশিপের শর্ত অনুযায়ী রাতের অন্ধকারে বিমানচালনা থেকে তিনি বিরত থাকেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জারা জানান, তার বিমান ৩০টি দেশ পার হলেও সাইবেরিয়ার বরফে ঢাকা অঞ্চলের উপরের আকাশই ছিল তার যাত্রাপথের দুর্গমতম রাস্তা। মাইনাস ২২ ডিগি তাপমাত্রায় বিমান চালানোর সেই চ্যালেঞ্জকেও অতিক্রম করেছেন দুঃসাহসী জারা।

আপাতত এক সপ্তাহের পুরো বিশ্রাম রয়েছেন জারা। তারপর আবার হয়তো কোনও দুর্গম যাত্রাপথে পাড়ি দেওয়ার প্রস্তুতিতে জড়িয়ে পড়বেন তিনি। সূত্র: বিবিসি

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116888 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 06:39:18 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group