• হোম > বাংলাদেশ | রংপুর > ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ১৩ টি পরিবার চরম দুর্ভোগের শিকার

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ১৩ টি পরিবার চরম দুর্ভোগের শিকার

  • শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২, ১২:১৬
  • ৫৬৪

 ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ১৩ টি পরিবার চরম দুর্ভোগের শিকার

জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পটুয়া পাইকপাড়া গ্রামে বুধবার রাত আনুমানিক ১১ টার সময়
ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৩ পরিবারের অন্তত ৫০ টিরও বেশি টিনসেড এবং বাঁশ চাটাইয়ের ঘর আগুনে পুড়ে ছাই হয়েগেছে।
এছাড়াও ক্ষতিগ্রস্থ হয়েছে আরো ১০-১২ টি পরিবার। তবে কোন হতাহতের ঘটেনি।
এতেকরে পরিবারগুলো চরম দুর্ভগের শিকারের মধ্যদিয়ে দিন পার করছেন।
ঘরবাড়ি, টাকাব, আসবারপত্র, ঘরের টিনসহ ক্ষতির পরিমান প্রায় ৪০ লাখ ছড়াবে বলে ভুক্তভোগীরা জানান।

এ ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইনচার্জ ফরহাদ হোসেন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি এখনো কিছু জানাননি।
স্থানীয় আনোয়ার হোসেন বলেন, প্রতিবেশী হাসিরুল ঘরে বৈদ্যুতিক তারে আগুন লাগলে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
স্থানীয়রা জানান, অনেক চেষ্টা করেও আমরা আগুন নিয়ন্ত্রণ করতে পারিনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় ২ ঘনা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহম্মদ সামসুজ্জামান বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারসমূহের মাঝে খাদ্য সামগ্রীসহ কম্বল বিতরণ করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116900 ,   Print Date & Time: Tuesday, 4 November 2025, 12:22:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group